স্টাফ রিপোর্টার : রাজধানীতে পৃথক তিনটি অভিযান চালিয়ে ১ কেজি ২৫০ গ্রাম হেরোইন, ২৪ কেজি গাঁজা ও ১৪৮ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান, ৬ টি মোইল ও মাদক বিক্রির নগদ তেরোশত টাকা। উদ্ধারকৃত মাদক দ্রব্যের মূল্য প্রায় ১ কোটি ৩৬ লাখ ৬৪ হাজার টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।
র্যাব জানায়, সোমবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর সূত্রাপুর থানার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে আটক করে মো: হুমায়ুণ কবিরকে(৩৮)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি ২৫০ গ্রাম হেরোইন। একই দিন বিকেলে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকা থেকে আটক করা হয় মো: মামুন উদ্দিন (১৯) ও আব্দুল্লাহ আল মামুনকে (২০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৪ কেজি গাঁজা। একই থানা এলাকা থেকে আটক করা হয় মো: তালেবকে(৩০)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৪৮ বোতল ফেন্সিডিল। আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজা ও ফেনসিডিসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু হয়েছে।
সংবাদ শিরোনাম ::
১ কোটি ৩৬ লক্ষাধিক টাকার মাদকসহ আটক-৪
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- ১৯৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ