সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক বহনে ব্যবহৃত একটি বড় লরী। শুক্রবার দুপুরে র্যাবের মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান। তার আগে গত বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করা হয়।
আটকরা হলো- মোঃ ইকবাল খলিল (৩১) ও মোঃ ইয়াছিন আরাফাত (২৫)।
একই দিন বিকেলে রূপগঞ্জের পবনকুল বাজার এলাকায় অভিযান চালিয়ে মো: তৈয়ব আহম্মেদ দিপু (২৫) নামে পাসপোর্ট দালাল চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করে র্যাব-১১। তার কাছ থেকে ২ টি পাসপোর্ট, যমুনা ব্যাংকের ১ টি চেক বই, ১ টি ভুয়া সীল (যেখানে ডাঃ জুনায়েদ খালিদ, এম.বি.বি.এস, বি সি এস (স্বাস্থ্য), এফসিএস (সার্জারী), ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, নারায়ণগঞ্জ লেখা আছে) এবং ৪০ টি ডেলিভারী স্লীপ জব্দ করা হয়।