রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেইসবুকে মানহানিকর স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীরা মোহাম্মদ সানি নামের এক এসএসসি পরিক্ষার্থীকে প্রকাশ্যে এলোপাথারি ভাবে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় সন্ত্রাসীরা আরো তিন জনকে কুপিয়ে গুরুতর জখম করে। সোমবার রাতে উপজেলার গোলান্দাইল নতুন বাজার বেরিবাঁধ এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত সানি গোলাকান্দাইল বিজয়নগড় এলাকার মিল্লাত হোসেনের ছেলে। হত্যাকান্ডের ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহতের মা ফাতেমা বেগম জানান, আমার ছেলে মোহাম্মদ সানিকে সোমবার বিকেলে তার সহপাঠী বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত নয়টার দিকে জানতে পারি সানিকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় স্থানীয় ইউএস-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আমরা সানিকে নিহত অবস্থায় দেখতে পাই। এ ঘটনায় সানীর বাবা মিল্লাত হোসেন বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। আসামীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান নিহতের স্বজন সহ স্থানীয়রা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি এএফএম সায়েদ বলেন, হত্যাকান্ডের ঘটনার মামলা হয়েছে। ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।