স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল ৪ টার দিকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কার্গোট্রাক জব্দ করা হয়।
আটকরা হলো-মোহাম্মদ আলী (৪৫) ও মোঃ শহীদ (৩২)। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ ট্রাকযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মদকদ্রব্য সরবারহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু পক্রিয়াধীন রয়েছে।
সংবাদ শিরোনাম ::
৩২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- ১৮৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ