সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বন্দর থানার লাঙ্গলবন্দ এলাকা থেকে দেশীয় ধাঁরালো অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ডাকাতির প্রস্তুতিকালে বুধবার দিবাগত গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান র্যাবের মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান। তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ধারালো ছুরি, একটি হাতুড়ি, একটি বড় করাত, একটি টর্চ লাইট ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলো-পটুয়াখালী জেলার বাউফল থানার বি-পাশা গ্রামের নজরুল হাওলাদারের ছেলে মো: শামীম (২৮), মুন্সিগঞ্জ হেলার টঙ্গীবাড়ী থানার কুন্ডার বাজার এলাকার মৃত জসিম মোল্লার ছেলে মো: হোসেন রবি(২২), বন্দর থানার মাহমুদনগর এলাকার তালেব মিয়ার ছেলে মো: রুবেল (২৬), হাজীপুর এলাকার মো: আব্দুল করিমের ছেলে রুবেল (২৪) ও ফরাজীকান্দা এলাকার রিপন মিয়ার ছেলে মো: ফরহাদ (১৯)।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যানবাহন টার্গেট করে ডাকাতি করে থাকে। রাতে মহাসড়কের বিভিন্ন নির্জন স্থানে গাছ কেটে রাস্তায় ফেলে ব্যারিকেড দিয়ে গাড়ীর থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ লোকজনদের জিম্মি করে লুটপাট চালিয়ে সিএনজিযোগে দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। তারা ডাকাতি করার সময় মারধর, ছুরিকাঘাতে গুরুতর জখম ও গাড়ি ভাঙচুর করে থাকে। এরকম কয়েকটি ডাকাতির ঘটনা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে নিবিড় গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে এই সশস্ত্র ডাকাত দলকে সনাক্ত করে তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।