স্টাফ রিপোর্টার : ঢাকার যাত্রাবাড়ী থানার রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় অভিযোন চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০। মঙ্গলবার (২৭ জুলাই) রাত পৌনে দুইটার দিকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক ৮ লাখ ৮০ হাজার টাকা।
আটকরা হলো- মোঃ কবির (৩২), মোঃ সাইফুদ্দিন (৩০) ও মোঃ কাউছার (২৮)।
র্যাব জানায়, একটি পিকআপ ভ্যানের পিছনের ডালায় বোঝাইকৃত খালি ক্যারেটের ভিতর হতে গাঁজাগুলো উদ্ধার করা হয়। এসময় তাদের নিকট থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার ৬০ টাকা উদ্ধার করা হয়েছে। আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
রায়েরবাগ থেকে ৪৪ কেজি গাঁজাসহ আটক-৩
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- ১৯৭ বার পড়া হয়েছে
ট্যাগস :