সোনারগাঁ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য প্রবীন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেনের আত্নার মাগফেরাত কামনায় সাবেক জেলা ছাত্রলীগ নেতা শাহ মো. সোহাগ রনি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন৷
রবিবার (২৫ জুলাই) সারাদিন মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন মাদরাসায় পবিত্র কুরআন শরীফ খতম শেষে বিকেল ৫ টায় উপজেলার মোগরাপাড়া বাজারে মিলাদ ও দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী শাহ মো. সোহাগ রনির বাবা হাজী শাহ জামাল তোতা। আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম মোল্লা, শামসুল আলম প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মাওলানা আমিনুল ইসলাম।
শাহ মো. সোহাগ রনি তার ভাই বীর মুক্তিযোদ্ধা উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তিনি আমার পরিবারের একজন অভিভাবক ছিলেন। আমি আপনাদের কাছে তার জন্য দোয়া চাই।মহান আল্লাহ্ পাক তাকে জান্নাত বাসী করুক। আমীন।