স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার খাসেরচর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে করে প্রায় ৫১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০। রোববার ( ২৫ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে র্যাব এঅভিযান চালায়।
আটরা হলো- আনোয়ার সওদাগর (৪২) ও মোঃ লিটন মিয়া (২৭)। এসময় তাদের নিকট থেকে ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন ও নগত ২ হাজার ৮২৫ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ মানিকগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় হেরোইন ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
সাড়ে ৫১ লাখ টাকার হেরোইন উদ্ধার আটক-২
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- ১৫৮ বার পড়া হয়েছে
ট্যাগস :