বন্দর প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জে বন্দরে নাসিক ১৯ নং ওয়ার্ডে মদনগঞ্জ পুলিশ ফাড়ি সংলগ্ন মার্কেটে দোকানের টিনের চাল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (১৭ জুলাই) রাতের যে কোনো সময় মদনগঞ্জ পুলিশ ফাড়ি সংলগ্ন মার্কেটে মেসার্স ব্রাদার্স ট্রেডার্সে এ
চুরির ঘটনা ঘটে। দোকান থেকে ক্যাশ ভেঙ্গে নগদ ০১ লাখ ০৭ হাজার টাকা নিয়ে যায় অজ্ঞাত চোরের দল।
মেসার্স ব্রাদার্স ট্রেডার্সের স্বত্তাধিকারী মো. মোশারফ হোসেন জানান, আমরা রাত ১০ টায় দোকান বন্ধ করে চলে যাই, সকাল সাড়ে ৭ টায় দোকান খুলে দেখতে পাই টিনের চাল কাটা ও ক্যাশ বাক্র ভাঙ্গা, দোকানের মালামাল বিক্রির নগদ ০১ লাখ ০৭ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে আমরা বন্দর থানায় অভিযোগ দায়ের করেছি।
বন্দর থানার উপ-পরিদর্শক মোদাচ্ছের হোসেন জানান, আমরা অভিযোগ পেয়েছি। দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।