যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেকের তৈরি ১ লাখ ৬২০ ডোজ টিকা আগামী রোববার বাংলাদেশে পৌঁছবে।এই টিকা দেশে প্রয়োগের অনুমতি দেওয়ার পর বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বলেন, ‘৩০ মে রোববার দুপুরে কাতার ওয়ারওয়েজের একটি ফ্লাইটে এসব টিকা আসার কথা রয়েছে।’
ফাইজারেরটিসহ করোনাভাইরাসের চারটি টিকার অনুমোদন দিয়েছে বাংলাদেশ।
ফাইজারের এই টিকা বাংলাদেশ পাচ্ছে টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে।
দেশে করোনার টিকা সঙ্কটের মধ্যে গত ১৯ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ফাইজার-বায়োএনটেকের তৈরি এক লাখ ৬২০ ডোজ টিকা আগামী ২ জুন আসবে। তার দুদিন আগেই এই টিকা আসছে।
গত বছরের ২ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমতি দেয়। যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশে এখন এ টিকা প্রয়োগ করা হচ্ছে।