ফতুল্লা প্রতিনিধি : পুরুষ নির্যাতনের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন স্বামী আকলাম সিকদার (৩০) নামের শ্রমিক কর্মচারী।
কথায় কথায় স্বামীকে মারধোর, অকথ্য গালাগালি, তালাক দেয়ার হুমকি এনে এই অভিযোগ দায়ের করেন পশ্চিম তল্লা সবুজ বাগ এলাকার বাড়াটিয়া আব্দুল মালেকের ছেলে আকলাম সিকদার।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্বামী আকলাম সিকদার বাদী হয়ে এই অভিযোগটি দায়ের করেন। পুলিশ অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে বলে জানায়।
অভিযোগে উল্লেখ করা হয়, বাসায় তুচ্ছ ঘটনা হলেই ময়না আক্তার স্বামীর সাথে মারধোর করে অভিযোগে বলা হয়। প্রায় সময় অকথ্য ভাষা ব্যবহার করে তাকে তালাকের হুমকি দেয়া হয়।
স্ত্রীকে বকা দিলে সে নারী নির্যাতন মামলার হুমকির দেয়। বিয়ের পরও স্বপ্না তার প্রেমিক খালাত ভাইয়ের সঙ্গে মোবাইলে যোগাযোগ অব্যাহত রাখে তার অভিযোগ।
শারীরিক ও মানসিক যন্ত্রনা সহ্য করতে না পেরে অবশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে বৃহস্পতিবার সকালে ফতুল্লা থানায় এসে অভিযোগটি দায়ের করেন।
আকলাম সিকদার বলেন, স্ত্রীর অত্যাচার, নির্যাতন সহ্য করতে না পেরে থানায় অভিযোগ দিলাম। সে আমার নগদ ৮০ হাজার টাকা সহ ৩ আনি স্বার্ণলংকার নিয়ে সন্তানদের রেখে অন্যত্র চলে যায়। চলে যাওয়ার ঘটনা বিবাদীর মাকে জানালে ২০ হাজার টাকা দিলে বিবাদীকে খোজে বের করে দিবে বলে দাবী করেন। আমার স্ত্রী ময়না আক্তার প্রায়ই আমাকে হুমকি দেয় আমাকে জেলের ভাত খাওয়াবে। ময়না আক্তারের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে পড়েছি।
ফতুল্লা থানার পরিদর্শক নুর মোহাম্মদ জানান, আকলাম সিকদার অভিযোগটি পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।