সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ কাচঁপুর হাইওয়ে ক্যাম্পের জন্য (শিমরাইল) প্রিয়ম নিবাসের ৭ ও ৮ তলা ফ্লোরের ১০ টি ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য আলহাজ্ব হাবিবুল্লাহ কাচপুরীর প্রিয়ম নিবাস অফিস কার্যালয়ে চুক্তিনামা সম্পন্ন করা হয়।
গতকাল মঙ্গলবার ১২ টার সময় এই চুক্তিনামা সম্পন্ন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ সুপার আলী আহম্মদ খান,এ.এস পি সালেহ আহম্মদ, এ.এসপি অমৃত সূত্র ও কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান এবং কেএমএস প্রিয়ম গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হাবিবউল্লাহ কাচপুরী সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের আওতাধীন মহাসড়কের সীমানা বৃদ্ধি করা হয়েছে।জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড হতে মেঘনা পযর্ন্ত এবং ঢাকা-সিলেট মহাসড়কের কাচঁপুর হতে নরসিংদী পযর্ন্ত কাচঁপুর হাইওয়ের থানা পুলিশের সীমানা বৃদ্ধি করা হয়েছে। মহাসড়কে যানবাহনের চাপ কমানোর উদ্যোশে মহাসড়কে হাইওয়ে পুলিশ বৃদ্ধি করা হচ্ছে। দীর্ঘ এই মহাসড়কের দায়িত্ব কাচঁপুর হাইওয়ে থানা পুলিশের আওতাধীন করা হয়েছে।জনবল বেড়ে যাওয়াতে কাচঁপুর হাইওয়ে পুলিশে ক্যাম্প প্রয়োজন হয়।