ফতুল্লা প্রতিনিধি ঃ ফতুল্লার পঞ্চবটী থেকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে মুক্তারপুর সেতুতে মোটর সাইকেল দূর্ঘটনায় দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জে- মুন্সিগঞ্জ সীমান্তবর্তী মুক্তারপুর সেতুতে এ দুঘটনা ঘটে।নিহতরা হলেন-নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার পঞ্চবটি এলাকার আসলাম কাজীর ছেলে আজমল হোসেন শায়র (১৮) ও মুন্সিগঞ্জ সদর উপজেলার ভিটি হোগলা এলাকার আলমাস কাজীর ছেলে অমি কাজী (২১)। সম্পর্কে তারা দুজন খালাতো ভাই।
পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, দুপুরে মোটর সাইকেলযোগে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে আসছিলেন অমি ও শায়র। তারা মুক্তারপুর সেতুতে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর বাম পাশের ফুটপাথ অংশের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই শায়র নিহত হন। চালক অমিকে গুরুতর আহত অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।