ফতুল্লা প্রতিনিধি ঃ নারায়ণঞ্জের ফতুল্লা থানাধীন পশ্চিম তল্লা এলাকা থেকে সুমন(২৬) ও ইরমান (২৩) নামের দুই কথিত নিউজ র্পোটালের সাংবাদিককে ১২০০ পিছ ইয়াবা সহ আটক করে নারায়ণগঞ্জ মাদকদ্রব নিয়ন্ত্রন অধিদপ্তর।
বুধবার সকালে ফতুল্লা থানাধীন পশ্চিম তল্লা এলাকায় নারায়ণগঞ্জ মাদকদ্রব নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক মোশাররাফ হোসেন অভিযান চেিলয়ে তাদের আটক করে।
পুলিশের তথ্য অনুযায়ী জানা যায়, প্রথম আসামী সাইফুল(২৬) পিতা-মো: মুসা, গ্রাম শিবপুর, বর্তমানে পশ্চিম ইসদাইর, এ্যালবাম র্গামেন্ট সংলগ্ন, মিজান ডাক্তার এর বাড়ীর ভাড়াটিয়া ছিল। আরেক আসামী ইমরান হোসেন(২৩) পিতা-খলিল সিকদার, গ্রাম মুন্সিগঞ্জ ও বর্তমানে পশ্চিম দেওভাগ, বাশমুখি আনোয়ার গাজীর বাড়ির ভাড়াটিয়া ছিল।
এসময় আটককৃত আসামীদের কাছ থেকে ১২০০ পিছ ইয়াবা, নগদ ২৭০০ টাকা , ৪টি মোবাইল ফোন সহ কালো রং এর ১টি ব্যাগ উদ্ধার করা হয়।
উক্ত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব নিয়ন্ত্রন ২০১৮ আইনে একটি মামলা দায়ের হয়। পরর্বতিতে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন চলছে।