রূপগঞ্জ প্রতিনিধিঃ পুলিশের নাম ভাঙ্গিয়ে চট্টগ্রামের গার্মেন্টস ব্যবসায়ী মাহফুজুর রহমান কর্তৃক রূপগঞ্জের পশি মৌজার কৃষকদেও ফসলি জমিসহ অবৈধ ভাবে জোর পূর্বক সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল ২মে রবিবার পূর্বাচল উপশহরের জলসিঁড়ি গোলচত্বরে ভুক্তভোগী কৃষক-কৃষাণীরা এ মানববন্ধনকরে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক শফিউল্লাহ, শাহ্জাহান, নাছির,আব্দুস সুবহান,রেজাউল করিম, কৃষাণী জিন্নাত আরা,লাকি আক্তার, রেহেনা বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রূপগঞ্জ উপজেলার পশি মৌজার কৃষকদের ১ একর ৪৭ শতাংশ ফসলি জমি অবৈধ ভাবে দখলে নিয়ে চট্টগ্রামের গার্মেন্টস ব্যবসায়ী মাহফুজুর রহমান সীমানা প্রাচীর নির্মাণ করছেন। প্রতিবাদ করলেই বহিরা গত সন্ত্রাসীদের নিয়ে কৃষকদের উপর হামলা করা হচ্ছে। পুলিশের নাম ভাঙ্গিয়ে কৃষকদের বিরূদ্ধে মামলা ও প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে। রূপগঞ্জ ইউনিয়নের গোয়াল পাড়া গ্রামের নাসরিন সুলতানার ১৮ শতাংশ, আমজাদ হোসেনের ৩২ শতাংশ,আব্দুস সাত্তারের ৪ শতাংশ, শফিউল্লাহর ৩ দশমিক ৫০ শতাংশ, শাহজাহানের ১৮ শতাংশ, কামাল হোসেনের ১৬ দশমিক ৫০ শতাংশ , নজরুলইসলামের ৬ দশমিক ৯০ শতাংশ, আমিনুলইসলামমজিদের ৩০ শতাংশ, শিরিনসুলতানার ৮ শতাংশ, গোলামসারোয়ারের ৭ শতাংশ, ইউছুফআহমেদের ৬ দশমিক ৫০ শতাংশ, বিজলী বেগমের ৭ শতাংশজমিনাকিনেইসীমানাপ্রাচীরনির্মাণকরায়এলাকাবাসী ক্ষোভপ্রকাশকরেছেন।
কৃষকদেরফসলিজমিনাকিনেসিমানাপ্রাচীরনির্মাণ করার অভিযোগেসংশ্লিষ্ট কর্তৃপক্ষেরকাছেতারাআবেদনকরেছেন। কিন্তু কোনফলহচ্ছেনা। নির্মাণকারীরনিয়োজিত স্থানীয় ও বহিরাগতসন্ত্রাসীরা কৃষকদেরভয়ভীতি ও হুমকিপ্রদানকরছে। হামলামামলা ও প্রাণনাশেরভয় দেখিয়ে কৃষকদেরজিম্মি করেসীমানাপ্রাচীরনির্মাণকাজ করা হচ্ছে।
গোয়ালপাড়াগ্রামের কৃষক শফিউল্লাহ বলেন, আমাদের জমি ক্রয় না করেই আমাদের কৃষি জমিতে সীমানা প্রচিীর নির্মাণ করা হচ্ছে। প্রতিবাদ করলেই হামলা, মামলা ও পুলিশের ভয় দেখানো হচ্ছে। অবৈধ ভাবে নির্মাণাধীন সীমানা প্রাচীর বন্ধ করা না হলে কৃষক আন্দোলন গড়ে তোলা হবে।
সিমানা প্রাচীর নির্মাণকারী মাহফুজুররহমান বলেন, আমার ক্রয়কৃত জমিতেই সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। তবে কিছ ুজমিএখনো কেনা হয়নি। ক্রয়ের জন্য চেষ্টা চলছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন পুলিশের বিরুদ্ধে আনিতঅভিযোগ অস্বীকার করে বলেন, কৃষকদের জমি নাকি নেই সীমান প্রাচীর নির্মাণের অভিযোগ পেয়েছি। সুষ্ঠ ুতদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।