সোনারগাঁও প্রতিনিধিঃ সোনারগাঁয়ে গভীর রাতে দরিদ্র-অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে সাহরি বিতরণ করেছে সোনারগাঁ ইউ এন ও
সোমবার (২৬ এপ্রিল) রাত আড়াই টায় মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড ও পানাম নগর ও উদ্ববগঞ্জ এলাকায় এ সাহরি বিতরণ করা হয়।
এ সময় নিরাপত্তা প্রহরী, রাস্তার পাশে অবস্থানরত দুস্থ ও ছিন্নমূল ১২০ জন মানুষের মধ্যে সাহরির প্যাকেট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম ।
আতিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে রমজান মাসব্যাপী দুস্থ ও অসহায় মানুষের মাঝে সাহরি বিতরণ করতে হবে। আমরা পুরো রমজান মাস সোনারগাঁ উপজেলা প্রশাসন এ কাজ অব্যাহত রাখবো। এ সময় উপজেলা প্রশাসনের এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না।