মোঃ নুর নবী জনি : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে লকডাউন (বিধি-নিষেধ) নিশ্চিত করণে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে দেশ জুড়ে চলছে ৮ দিনের কঠোর লকডাউন।
বুধবার(১৬ এপ্রিল)উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার ও মেঘনা নিউটাউন এলাকায় সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন অমান্য করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৮ দোকানদারকে জরিমানা করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার আতিকুল ইসলাম।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন,সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন অমান্য করায় মোগরাপাড়া চৌরাস্তা ও মেঘনা নিউটাউন কাঁচাবাজারের মাছ, মাংশ,সবজি ও ফলসহ ১৮ দোকানিকে ১৪,৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও মোবাইল কোর্ট দেখে পালিয়ে যাওয়ায় ১০ টি দোকানের ওয়েট মেশিন জব্দ করা হয়। এসময় নির্দেশনা অমান্য করে যাত্রী পরিবহণের অপরাধে ১০ টি সিএনজি জব্দ করা হয়।