মোঃ নুর নবী জনি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের কমিউনিটি হাসপাতালের রাস্তার সংস্কার কাজের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
শুক্রবার( ১৬ই এপ্রিল) সকালে এ রাস্তার সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এ রাস্তা সংস্কারের কাজটি পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ব্যক্তিগত অর্থায়নে রাস্তার সংস্কার কাজ করা হচ্ছে বলে জানা যায়। রাসেল ভূঁইয়া রাজ ও আবুল হোসনের তত্ত্বাবধানে দুধঘাটা কমিউনিটি হাসপাতাল হইতে মঙ্গলেরগাঁও কান্দারপাড়া হানিফ প্রধান এর বাড়ি পর্যন্ত গিয়ে শেষ হবে।এ রাস্তার সংস্কার করার ফলে প্রায় ৩ হাজার মানুষের যাতায়েতের ব্যবস্থা হওয়ায় ইঞ্জিনিয়ার মাসুম চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।