মোঃ নুর নবী জনি : আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা করে পাশে দাড়িয়েছেন নারায়ণগঞ্জ সােনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরােজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
বৃহস্পতিবার(১৫ই এপ্রিল) সকালে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি এ আর্থিক সহযােগিতার হাত বাড়িয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন,পিরােজপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাজী সেলিম রেজা,যুবলীগ নেতা মাসুম বিল্লাহ, আবু হানিফসহ অন্যরা।
উল্লেখ যে,গতকাল উপজেলার পিরােজপুর ইউপির গঙ্গানগর এলাকার ফরিদ উদ্দিনের বাড়িতে বেলা ২ টার দিকে ইফতারের প্রস্তুতির সময় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে পাশের জাহিদুল ও রাজা মিয়া ৩ টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরগুলােতে থাকা লােকজন দ্রুত বের হয়ে আসায় কোনাে হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লােকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয় । খবর পেয়ে সােনারগাঁ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।