সোনারগাঁও প্রতিনিধি : সোনারগাঁয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে নিহত হয়েছেন। নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার সদর থানার বেকিটেকের আশারা এলাকার রহমত আলী (৩৭) ও তার ভাগ্নে ছায়েদ মিয়া (৩০)।
গতকাল মঙ্গলবার(১৩ এপ্রিল) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়ার সাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল যোগে ছায়েদ মিয়া ও রহমত আলী ঢাকা যাচ্ছিলেন। পথে মোগড়াপাড়া সাদিপুর এলাকার পল্লী বিদ্যুতের সামনে পৌঁছলে পেছন দিক আসা বেপরোয়া গতিতে একটি ট্রাক ( ট-১৪-৮২০৭) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হয়েছে।