সোনারগাঁ প্রতিনিধি : সােনারগাঁয়ে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সােহাগ রনির বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযােগে করা মামলায় তিন হেফাজত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ ।
শুক্রবার ( ৯ এপ্রিল ) বিকেল চারটার দিকে তাদের গ্রেফতারের কথা জানায় পুলিশ । এর আগে বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ নেতার পিতা হাজী শাহজামাল তােতা বাদী হয়ে সােনারগাঁ থানায় মামলাটি ( মামলা নং -১২ ) দায়ের করেন ।
পুলিশ জানায় , গ্রেফতার ব্যক্তিরা হলেন হেফাজতে ইসলামের খালেদ সাইফুল্লাহ ওরফে সাইফ , হেফাজত কর্মী কাজি সমির এবং অহিদ ওরফে অহিদ হুজুর । গত ৩ এপ্রিল সােনারগাঁয়ের একটি রিসাের্টে হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখার ঘটনায় গ্রেফতার হেফাজতের নেতা – কর্মীরা সাবেক ছাত্রলীগ নেতা সােহাগ রনির বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা চেষ্টার মূল পরিকল্পনাকারী বলে দাবি পুলিশের ।
এ বিষয়ে সােনারগাঁ থানার পরিদর্শক ( তদন্ত ) শেখ তবিদুর রহমান বলেন , গত রাতে ছাত্রলীগ নেতার পিতা হাজী শাহজামাল তােতা বাদী হয়ে তার ছেলেকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরের অভিযােগে মামলাটি দায়ের করেন । এই মামলার এজাহারনামীয় তিন আসামিকে বিকেলে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে জেলা গােয়েন্দা ( ডিবি ) পুলিশ । পরে আসামিদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় ।