ফতুল্লা প্রতিনিধি : আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহামেদ পলাশের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ এপ্রিল) বাদ আসর ফতুল্লার দাপা বালুঘাট ট্রাক চালক সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দাপা বালুঘাট ট্রাক চালক সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ আহমেদ লিটনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার কার্যকরী সভাপতি মো. বাবুল আহাম্মেদ, সাধারণ সম্পাদক জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. বশির, যুগ্ম সম্পাদক মো. আলম, দপ্তর সম্পাদক মো. শফিকুর রহমান, সদস্য মো. বাবুল, লিটন, জাকির প্রধান, ফিরোজ আহাম্মেদ, আমির হামজা, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু,দাপা বালুঘাট ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, কার্যকরী সভাপতি নুর উদ্দিন আহাম্মেদ রয়েল, সহ সভাপতি-আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মো. সোহেল, সহ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, অর্থ সম্পাদক শাহজাহান, দপ্তর সম্পাদক মো. বাবুল-২, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী ও সমাজ কল্যান সম্পাদক মো. আব্দুল রাজ্জাক প্রমূখ।
এ সময় মোনাজাতে শ্রমিকলীগ নেতা পলাশের দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।