সোনারগাঁ প্রতিনিধি : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে হেনস্থা করায় তার পক্ষে ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের বিরুদ্ধে অভিযােগ দায়ের করেছেন আরেক হেফাজত নেতা ।
রােববার ( ৪ এপ্রিল ) নারায়ণগঞ্জের সােনারগাঁ থানায় অভিযােগ দায়ের করেন হেফাজত নেতা মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী । তিনি হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার ১০ নং জোনের যুগ্ম সম্পাদক ৷
অভিযােগে তিনি উল্লেখ করেছেন , গত ৩ এপ্রিল সােনারগাঁয়ের রয়েল রিসাের্টে বিশ্রামের জন্য সস্ত্রীক হােটেলে অবস্থান নেন । তিনি হােটেলের সম্পূর্ণ নিয়ম – কানুন মেনে অবস্থান করছিলেন । কিন্তু হােটেল মালিক সাইদুর রহমানের ম্যানেজার ও কর্মচারীবৃন্দ আল্লামা মামুনুল হকের নিরাপত্তা দিতে ব্যর্থ হন ৷
এলাকার কতিপয় সন্ত্রাসী সােনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাজী শাহ মাে . সােহাগ রনির নেতৃত্বে অজ্ঞাত লােকজন মামুনুল হকের উপর হামলা চালায় ৷ তার জামা – কলার ছিড়ে ফেলে , দাড়ি ধরে টান দেয় এবং শারীরিকভাবে লাঞ্চিত করে ।
এছাড়া অশ্লীল ও অকথ্য ভাষায় গালিগালাজ করে গাড়ির চাবি ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ারও অভিযােগ তােলেন হেফাজত নেতা ফয়সাল মাহমুদ হাবিবী । এ বিষয়ে সােনারগাঁ থানার ডিউটি অফিসার জানিয়েছেন , অভিযােগের প্রেক্ষিতে এখনও মামলা রেকর্ড করা হয়নি । এদিকে বেলা দেড়টার দিকে অভিযােগটি থানায় দিয়েছেন বলে জানান বাদী ফয়সাল মাহমুদ হাবিবী ৷