সোনারগাঁও প্রতিনিধি : সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও এলাকায় সমর আলী হত্যা মামলার বাদীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট ও ১০ জনকে পিটিয়ে আহত করেছে আসামিরা। জামিনে এসে বৃহস্পতিবার ( ১ এপ্রিল ) দুপুরের দিকে এহামলার ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সমর আলীর ছোট ভাই আব্দুল আলী জানায়, হত্যার মাত্র কয়েকদিনের মধ্যে আসামিরা জামিনে আসে। মামলা তুলে নেয়ার হুমকি দেয়। তাতে রাজি না হওয়ায় হত্যা মামলার আসামী আলেক, রাজু, সুমন, মোতালেব, মোশারফ, শাহআলম, শহিদুল্লাহ, হাসমত উল্লাহ, লিটন, সাদেক, সাকিল, আল আমিন, হৃদয়, সিয়াম, রাব্বি, নয়ন, নাঈম, মাহফুজ, সুজন, মোশারফ সঙ্গবদ্ধভাবে আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর চালায়।
সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে অবগত হয়ে এলাকায় পুলিশ মোতায়েন করেছি। তদন্ত সাপেে দোষীদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ শিরোনাম ::
হত্যা মামলার বাদীর বাড়িতে আসামিদের হামলা আহত-১০
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- ৮৪ বার পড়া হয়েছে
ট্যাগস :