ফাহাদুল ইসলাম (সোনারগাঁ প্রতিনিধি ) :
নারায়ণগঞ্জ, সোনারগাঁ , মোগরাপাড়া টু গুলিস্তান যাত্রীবাহী বাস দোয়েল পরিবহন লিমিটেড কোম্পানি কে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ৫০০০ টাকা অর্থদণ্ড করেন সোনারগাঁ উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট ইউ, এন, ও আতিকুল ইসলাম।
বুধবার ৩১ শে মার্চ দুপুর দুইটার সময় সোনারগাঁ থানা রাকিবুল ইসলাম ও সোর্স সহ সোনারগাঁ ইউ,এনও আতিকুল ইসলাম মহামারী করোনা ভাইরাস সংক্রমণ দিনদিন বৃদ্ধির কারণে সরকারি নির্দিষ্ট ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় কালে ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোয়েল পরিবহন কোম্পানি লিমিটেড কে ৫০০০ টাকা জরিমানা করেন এবং৭০ টাকা ভাড়া থেকে ৬৫ টাকা করে দেন, তার সাথে সাথে লোকাল পরিবহন গুলো ইনসাফ পরিবহন ও স্বদেশ পরিবহনের নির্দিষ্ট ভাড়া চেয়ে অতিরিক্ত ভাড়া না আদায় করার জন্য সচেতন করে যান, এবং যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে,তাদের ভাড়া ফেরত পুনরায় ফেরত দিতে বাধ্য করেন।
ইউ,এনও আতিকুল ইসলাম বিভিন্ন পরিবহন ও দোকানপাট পথচারীদের মাক্স পড়ার জন্য অনুরোধ করেন এবং সবাইকে এই মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন এবং পথচারী ও দোকানদারের মাঝে মাক্স বিতরণ করেন। বিভিন্ন ফলের দোকান, মিষ্টির দোকান ,পানের দোকান এবং পথচারীদের মাক্স না পড়ার দরুন সচেতন হওয়ার লক্ষ্যে নগদ অর্থ জরিমানা করেন। প্রায় দশটি দোকানদারকে মাক্স না পড়ার ধরুন ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
সরকারি নির্দিষ্ট ভাড়ায় যাতে করে যাত্রী সেবা দেয় সে জন্য কঠোরভাবে নির্দেশ দেন এবং মাক্স পড়ার জন্য অনুরোধ করেন। প্রতিটি গাড়ির ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহনের গুরুত্বারোপ করেন এবং নির্দিষ্ট ভাড়ায় চলাচলের জন্য অনুরোধ করেন।