নুর নবী জনি ( সোনারগাঁ ) মাসব্যাপী সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘরের মেলায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা সাংস্কৃতিক জোট।
গতকাল সন্ধায় সোনারগাঁও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও নবগঠিত সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির ১নং যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল কায়সার হাসনাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম,জেলা পরিষদের সদস্য ও উপজেলা আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম।
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য নাসরিন সুলতানা ঝরা,আহবায়ক কমিটির সদস্য এডভোকেট ফজলে রাব্বি,মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু প্রমূখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ বরেণ্য শিল্পীরা গান পরিবেশন করেন।