রূপগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ ১৯ বছর পর রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি ঘােষণা করা হয়েছে । শুক্রবার রাতে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব ২১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রদলের কমিটি ঘােষণা করেন ।
কমিটিতে সুলতান মাহমুদকে আহবায়ক ও মাসুদুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন , যুগ্ন আহবায়ক নাহিদ হাসান ভুইয়া , যুগ্ন আহবায়ক মাসুম বিল্লাহ , মেহেদী হাসান মিঠু , আলমগীর হােসেন নয়ন , জাহিদুল ইসলাম , নাছিম হােসেন প্রিন্স , মারুফ মােল্লা , আশরাফুল ইসলাম হৃদয় , কামরুল ইসলাম , কামরুল হাসান , শরীফ হােসাইন , নাহিদ বিন আজিজ শরীফ , সােহেল মিয়া , তাসজীদ সীমান্ত , আরিফ বিল্লাহ , সদস্য ইসহাক , হুমায়ন কবির টিটু , পাভেল মােল্লা , জুবায়ের মােল্লা