ফতুল্লা প্রতিনিধি : নারায়নগঞ্জের আলোচিত অপরাধি হাজী রিপন ও কাউন্সিলর শফিউদ্দিনের নেতৃত্বে জমি দখলের সময় ছবি তোলায় ফটো সাংবাদিক মাহমুদুর রহমান প্রীতম উপর হামলার ঘটনায় মামলা নিয়েছে ফতুল্লা থানা পুলিশ।
বুধবার (২৪ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেন ফতুল্লা থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সরকার।
মাহমুদুর রহমান প্রীতম দৈনিক সংবাদচর্চা পত্রিকার ফটো সাংবাদিক।
গত ২৩ মার্চ ফতুল্লা থানায় গিয়ে প্রীতম লিখিত অভিযোগে উল্লেখ করেন, লিংক রোডের জেলা কারাগারের বিপরীতে একটি জমির উপর নির্মিত দোকানপাটে ভাঙ্গচুর ও লুটপাট সংবাদ পেয়ে চিত্র সংগ্রহ করতে যায়। এ সময় ক্যামেরা দিয়ে ছবি তুলতেই জাতীয়পার্টির নেতা হাজী রিপন, কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, হারুন অর রশিদের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন সাংবাদিক মাহমুদুর রহমান প্রীতম উপর হামলা চালায়। পরে সঙ্গে থাকা ক্যামেরা, স্মার্টফোন, পকেটে থাকা আট হাজার ৩০০ টাকা, জাতীয় পরিচয় পত্র ও ড্রাইভিং লাইসেন্সের মূল কপিসহ মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
হামলায় সাংবাদিক প্রিতমের মাথা ফাটে, হাত ভাঙে, পিঠে অজস্র কাটা, রক্তাত্ব জখম হয়।