সোনারগাঁ প্রতিনিধি : দেশের প্রাচীনতম জাতীয় শিশু কিশোর সংগঠন ‘খেলাঘর আসর’ সোনারগাঁ উপজেলা শাখার আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের ময়ূরপঙ্খি মঞ্চে এই লোক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা খেলাঘরের সভাপতি আজিজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির,জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক ফারুক মহসিন।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ফুয়াদ মহসিন, শসী,পলাশ,উপজেলা খেলাঘর আসরের সভাপতি মন্ডলীর সদস্য মতিউর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ নুর নবী জনি, মাহবুবুল ইসলাম সুমন,আলেয়া আক্তার।
সুপ্তি খেলাঘর এর সভাপতি আনোয়ার হোসেন,মেঘনা খেলাঘর এর সভাপতি সফিকুল ইসলাম ইমাম,হাতেখড়ি খেলাঘর এর সাধারণ সম্পাদক আলাউদ্দীন,পঙ্খিরাজ খেলাঘর এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবু আলম,পঞ্চমীখেলাঘর এর সভাপতি ইকবাল রতন, সাধারণ সম্পাদক সম্নহনী আজিবুর, রবি,দিলিপ, মিলন, সোহাগ,শংকর দাস প্রমূখ।
খেলাঘর আসরের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশনে অংশ গ্রহণ করে একতা খেলা,হাতেখড়ি খেলা,সুপ্তি খেলাঘর, পঞ্চমী খেলাঘর,পঙ্খিরাজ খেলাঘর,ফুলেল খেলাঘর ক্রান্তি খেলা ও জেলা খেলাঘর আসরের একটি বিশেষ দল।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন হাতেখড়ি খেলাঘরের সভাপতি খসরুল হাসান।