ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে রিকশা গ্যারেজ সহ প্রায় ৩০ দোকান ও ঘর মালপত্রসহ পুড়ে গেছে । সােমবার ( ২২ মার্চ ) দিবাগত রাত সােয়া ১২ টার দিকে জেলার সদর উপজেলার ফতুল্লা থানার চাঁদমারী বস্তিতে এই অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে ।
প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ । নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন , সােমবার ( ২২ মার্চ ) দিবাগত রাত ১২ টার পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে ।
এখনও ক্ষয়ক্ষতির পরিমান ও আগুনের কারণ জানা যায়নি । আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সদর ইউএনও নাহিদা বারিক ।