সোনারগাঁ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ র্যালীতে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সহস্রাধিক নেতাকর্মী নিয়ে যোগদান।
মঙ্গলবার (১৬ মার্চ) বিকালে মেঘনা শিল্পাঞ্চল থেকে ৪০টি বাসে করে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে এ শোভাযাত্রায় অংশ গ্রহন করেন।
এ সময় শোভাযাত্রায় সোনারগা থেকে আরও অংশ গ্রহন করেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া,সনমান্দি ইফনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি নেকবর হোসেন নাহিদ, এডভোকেট আনোয়ার হোসেন আওয়ামীলীগ নেতা শাহবুদ্দিন কবির হোসেন, মাসুম বিল্লাল, আবু হানিফসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।