সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর থানার কলাগাছিয়া মাছ ঘাট মেঘনা নদীতে অবৈধভাবে মৎস্য আহরণ ও জাটকা ইলিশ বিক্রির দায়ে চার জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় একটি ইঞ্জিন চালিত ট্রলার হতে ১০ মন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। মঙ্গলবার ( ১৬ মার্চ) ভোর চারটা থেকে নয়টা পর্যন্ত এঅভিযান চালায় র্যাব-১১।
পরে বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুকা সরকার ভ্রাম্যমান আদালত বসিয়ে মৎস্য সংরণ আইন ১৯৫০ সনের ৪ ও ৫ এর (১) ধারায় দোষী সাব্যস্ত করে মোঃ রিপন (৩৮), মোঃ শরিফুল ইসলাম (১৮), মোঃ জুয়েল (৪২) ও মোঃ ফারুক হোসেন (৪২) প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্ধিন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, চাঁদপুর সীমান্তবর্তী মেঘনা নদীতে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে মৎস্য আহরণ ও জাটকা ধরে গভীর রাতে নারায়ণগঞ্জের বিভিন্ন মাছ ঘাটে বিক্রি করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
সংবাদ শিরোনাম ::
চার জেলেকে জরিমানা দশমণ জাটকা জব্দ
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- ১৪৯ বার পড়া হয়েছে
ট্যাগস :