ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লার তল্লা থেকে পরিত্যক্ত একটি দেশীয় তৈরী রিভলবার উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার ( ১২ মার্চ ) দিবাগত ভাের রাত সাড়ে ৪ টার দিকে তল্লা ছােট মসজিদ এলাকার নির্মাণাধীন একটি ভবনের পিছনে জৈনেক আবু তালেবের বাড়ীর পাশ থেকে পরিত্যক্ত রিভলবারটি উদ্ধার করে পুলিশ ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে , শুক্রবার দিবাগত ভাের রাতে গােপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ তল্লা ছােট মসজিদ এলাকায় অভিযান চালিয়ে নির্মাণাধীন একটি ভবনের । পেছন থেকে পরিত্যক্তবস্থায় রিভালবারটি উদ্ধার করে । তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক ( তদন্ত ) শফিকুল ইসলাম ।