ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লার চাঁদমারীতে বুধবার ১০ মার্চ রাতে পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কাজল (৩৫) ও তার বড় ভাই রমজানকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। তাদের নিকট থেকে ৩১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
রাত সাড়ে ১০টায় ফতুল্লা থানার চাঁদমারী বস্তি এলাকায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার চাঁদমারী বস্তি এলাকার মৃত মন্টু মিয়ার পুত্র কাজল ও রমজান।
ফতুল্লা মডেল থানার এস আই ইমানুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে চাঁদমারী বস্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সহোদর দুই ভাই কাজল ও রমজানকে গ্রেফতার করে। তাদের নিকট থেকে ৩১ গ্রাম হেরোইন উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত কাজলের বিরুদ্ধে অপর একটি মামলার ওয়ারেন্ট রয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য যে ,গ্রেফতারকৃতরা জেলা কারাগারে আটক মাদক মামলার আসামী কথিত যুবলীগ নেতা আক্তারের স্ত্রী ময়নার বড় ভাই।