বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডে সড়কের পাশে নাসিকের গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় মো: নুরু মিয়ার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
মঙ্গলবার রাতে এ গাছ কাটার ঘটনা ঘটে। নাসিক ২৩নং ওয়ার্ডের সিএসডি গেট এলাকার মৃত মো: তাইজুদ্দিন মিয়ার ছেলে মো. নুরু মিয়া।
এ ব্যপারে এলাকাবাসী জানান, আগে সড়ক ছিলো সরু, পাশে নাসিকের পুকুর অলিউল্লাহ তখন ওই গাছগুলো লাগিয়ে ছিলেন। পরে সড়ক প্রশস্থ হয় এবং রাস্তার পাশে নাসিকের বড় গাছ থাকায় এলাকাবাসীর উপকার হয়। গাছ যেহুতু নাসিকের জায়গায় গাছগুলো সরকারি বলে ধারণা করা হচ্ছে। কিন্তু কি করে নাসিকের গাছ কাটা হলো বুজতে পারলাম না।
গাছটি কাটায় এলাকাবাসীর একটু সমস্যা হবে। এ ব্যপারে নুরু মিয়া বলেন, আমি সরকারি কোনো গাছ কাটিনি এ গাছ আমাদের বাড়ির গাছ। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মো: সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকন বলেন, যে গাছ কাটা হয়েছে তা সিটি কর্পোরেশনের কার হুকুমে এ গাছ কাটা হয়েছে তা বলতে পারিনা তবে এ বিষয়ে আমাদের মেয়র মহোদয়ের সাথে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে।