ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় একটি ভবনের ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু হয়েছে ।
আজ বুধবার ভােরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন বার্ন অ্যান্ড অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় । আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অপর পাঁচজন। মারা যাওয়া ওই যুবকের নাম মাে . মিশাল ( ২৬ ) । তিনি হােসিয়ারি কারখানায় কাজ করতেন। তাঁর বাবার নাম আলমগীর হােসেন ।
চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিরা হলেন- নিহত মিশালের স্ত্রী মিতা বেগম ( ২৩ )মেয়ে আফসানা আক্তার ( ৪ )দেড় বছরের শিশু মিনহাজ , মিশালের চাচাতাে ভাই মাে . মাহফুজ ( ১৩ )ও ফুপাতাে ভাই সাব্বির হােসেন (১৫)
উল্লেখ্য , গত সােমবার রাত সাড়ে ১২ টার দিকে শহরের পশ্চিম মাসদাইর এলাকায় হাজী ভিলার ছয়তলার ফ্ল্যাটে ফ্ল্যাটে বিকট শব্দে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন।