রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে হামলা , ককটেল বিস্ফোরণ ও আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটেছে আওয়ামী লীগ অফিসে । মঙ্গলবার ( ৯ মার্চ ) গভীর রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ডের সভাপতি জামান ব্যাপারীর অফিসে এই হামলার ঘটনা ঘটে ।
এসময় অফিসের চেয়ার – টেবিল ভাঙচুর , কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিজানের ফেস্টুন ছিড়ে ফেলে দুর্বত্তরা ।
এছাড়া আশেপাশের ৩-৪টি দোকানে ভাংচুর করে এবং মালামাল লুট করে নিয়ে যায় তারা । খবর পেয়ে র্যাব -১ এর সদস্যরা ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কয়েকটি ককটেলসহ ভাঙচুরের নমুনা সংগ্রহ করে । এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ( ৯ মার্চ ) বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা ।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মহসিনুল কাদির জানান , এ ঘটনায় মামলা হয়েছে । আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে ।