নারায়ণগঞ্জ সংবাদ :
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মাে . আসলাম হােসেনকে বদলি করা হয়েছে । তার বদলে নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যােগদান করেছেন মাে . রাকিবুজ্জামান ।
নবাগত ওসি রাকিবুজ্জামানকে মিষ্টি মুখ করিয়ে বরন করে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক ওসি আসলাম। নবাগত ওসি মাে . রাকিবুজ্জামান বিগত দিনে মানিকগঞ্জ জেলার শিমরাইল থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন । ফতুল্লা থানার সাবেক ওসি মাে . আসলাম কে ঢাকা রেঞ্জে বদলি হয়েছে বলে জানা গেছে ।