ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লায় বাড়ির ষষ্ঠ তলার ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারীসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন । সােমবার ( ৯ মার্চ ) রাত সাড়ে ১২ টার দিকে মাসদাইরের পতেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে ।
দগ্ধদের গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সাজারি ইনস্টিটিউট এ ভর্তি করা হয়েছে । দগ্ধরা হলেন- পােশাক কারখনারা শ্রমিক মাে . মিশাল ( ২৬ ) , তার স্ত্রী মিতা বেগম ( ২৩ ) কন্যা আফসানা আক্তার ( ৪ ) দেড় বছরের শিশু মিনহাজ , মিশালের দুই শ্যালক হােসিয়ারি শ্রমিক মাে . মাহফুজ ও সাব্বির হােসেন ( ১৫ ) ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বেলাল হােসেন জানান , গ্যাস সিলিন্ডার বােতল থেকে গ্যাস নির্গত হয়ে ফ্ল্যাটে জমে এ বিস্ফোরণের ঘটে । এতে একই পরিবারের নারী শিশুসহ ৬ জন দগ্ধ হন । তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সাজারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে ।
আগুনে ওই ফ্ল্যাটের অধিকাংশ আসবাবপত্র পুঁড়ে গেছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা ।