সোনারগাঁ প্রতিনিধি : বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন । সোনারগাঁ উপজেলা কাঁচপুর হাইওয়ে থানার উদ্যোগে ওসি মনিরুজ্জামানের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ই মার্চ কেক কেটে ও আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক আনন্দে উদযাপন ।
এ কে এম মেহেদী হাসান এর সঞ্চালনায় ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় (০৭ই মার্চ) রবিবার বিকালে ৪ টায় কাঁচপুর হাইওয়ে থানার প্রাঙ্গনে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ গাজিপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন পি পি এম (বার), ও বিশেষ অতিথি হিসেবে
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ মজুমদার, নারায়ণগঞ্জ শিমরাইল শাখা কার্যকরি সভাপতি আব্দুল সাত্তার, সোনারগাঁ উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, কাঁচপুর ৪ নং ওয়ার্ডের মেম্বার শাহ আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ৭ই মার্চের ভাষণ প্যারিসের ইউনেসকো জাতিসংঘসহ আর্ন্তজাতিক ভাষণ হিসাবে আখ্যায়িত করা হয়েছে।আজ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু ,কর্নফুলী ট্যানেল ও উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরেছেন। কাঁচপুর হাইওয়ে থানা ওসি মনিরুজ্জামান গত কয়েকমাস হয়েছে আসার পর থেকে মহাসড়কে উচ্ছেদ অভিযান, চুরি, ছিনতাইসহ সকল ধরনের অপরাধ কমে গেছে। বাংলাদেশ হাইওয়ে পুলিশ ২০০৫ সাল থেকে যাত্রা শুরু করেছে। ৫টি রিজিয়ন ভাগ করেছে। গাজীপুর হাইওয়ে রিজিয়ন এর মধ্যে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ কাজ করছে।এই হাইওয়ে প্রায় ৯০ কিলোমিটার মহাসড়ক দায়িত্ব পালন করছে।আনন্দ উদযাপন মনোজ্ঞ সাংস্কৃতিক এর মাধ্যমে শেষ করা হয়।