নারায়ণগঞ্জ সংবাদ : দেশের ঐতিহ্যবাহি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান।
শনিবার (৬ মার্চ) ক্লাবটির স্থায়ী সদস্যদের ভোটে দুই বছরের জন্য নির্বাচিত হন তিনি।আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল মুবীন।
তিনি ছাড়া অন্য নির্বাচিত পরিচালকরা হলেন- শফিকুল ইসলাম মহিউদ্দিন এমপি, হানিফ ভূঁইয়া, আবু হাসান চৌধুরী প্রিন্স, খোজেস্তা-নূর-ই-নাহরিন, জামাল রানা, কাজী ফিরোজ রশীদ এমপি, মাহবুব-উল আনাম, প্রকৌশলী গোলাম মো. আলমগীর, প্রকৌশলী কবির আহমদ ভূঁইয়া, মইন উদ্দিন হাসান রসিদ, মোস্তফা কামাল, সিদ্দিকুর রহমান, ইকরামুল হক, এ. জি. এম সাব্বির ও মঞ্জুর আলম।
মোট ৩৩৭ জন ভোটারের মধ্যে ২৩৯ জন ভোটাধিকার প্রয়োগ করে ১৬ জন পরিচালক নির্বাচিত করেন। নির্বাচনে মোট ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।নির্বাচনে হেরেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, কামরুন নাহার ডানা, মোস্তাকুর রহমান ও সাজেদ এ আদেল।