আড়াইহাজার প্রতিনিধি : আড়াইহাজারে ১৫৩ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সিলেট জেলার ঝকিগঞ্জ উপজেলার সেনাপতির চক গ্রামের সাজ্জাদ আলীর ছেলে মইনুল ইসলাম, বরণ সুলতানপুর গ্রামের আঃ হাসিবের ছেলে সালমান ।
জানাযায়, মঙ্গলবার দিবাগত রাতে থানার এস,আই রিয়াজ উদ্দিন ঢাকা-সিলেট মহসড়কে পেট্রোল ডিউটি করার সময় গোপনে সংবাদ পান সিলেট থেকে ঢাকা গামী একটি ট্রাক (যার রেজিঃ নং- হবিগঞ্জ-ড-১১-০০৮৪ ) যোগে ফেন্সিডিলের চালান আসছে। ওই সংবাদের ভিত্তিতে তিনি রাতে সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ঢাকা- সিলেট মহাসড়কের দেবই এলাকায় অবস্থান করেন।
রাত আনুমানিক ৩.৩০ ঘটিকায় ওই ট্রাকটি দেবই এলাকায় পৌছলে তিনি গাড়িটির গতিরোধ করেন। সেসময় ট্রাকের ড্রাইভার এবং হেলাপার পালানোর চেষ্টা কালে তাদের দুজনকেই গ্রেফতার করেন। এ সময় ট্রাকে থাকা দুইটি বস্তা জব্দ করে ১৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার তদন্ত ওসি আনিছুর রহমান জানান, তাদের দুজনকেই মাদক আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধির নাম 















