নারায়ণগঞ্জ ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজের অপকর্ম ঢাকতে মহানগর ছাত্রদল সভাপতি সাগরের বিরুদ্ধে শামিম ঢালীর মানববন্ধন সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার চাঁদাবাজি, বিচাররের দাবিতে মানববন্ধন রূপগঞ্জের ফকির ফ্যাশন লিঃ শ্রমিকদের নিরাপত্তায় সেনাবাহিনী তৎপর চাঁদাবাজিকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ আহত-৮ নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতির নাম ভাঙ্গিয়ে শামিম ঢালীর চাঁদাবাজি  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আটককৃত এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু মহানগর বিএনপি সদস্য সচিবের মামলায় ৫৩ জনের নামে, অজ্ঞাত ১৫০ নারায়ণগঞ্জ জেলায় ৫৫টি আগ্নেয়াস্ত্র জমা না করায় অবৈধ ঘোষণা বাংলাদেশের গার্মেন্ট শিল্প সরিয়ে নিতে ষড়যন্ত্র হচ্ছে- বিকেএমইএর সভাপতি নানা আয়োজনে রিয়াদে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাঙ্গুনিয়ায় সকাল  থেকে দীর্ঘ লাইনে  উৎসবমুখর পরিবেশে  ভোটগ্রহন চলছে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • ১৪৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি  :   

আজ রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচন সকাল ৮টা হতে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন চলবো। ভোটগ্রহনের শুরুতে বিভিন্ন কেন্দ্রে ব্যাপক উৎসাহ ও দীর্ঘলাইনে দাড়িয়ে ভোটপ্রদান অনুষ্ঠিত হচ্ছে।
আ.লীগের মেয়র প্রার্থী মো. শাহজাহান সিকদার ও বিএনপি’র প্রার্থী হেলাল উদ্দিন শাহ মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, নির্বাচনে সাধারন কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে -জালাল উদ্দিন (উটপাখি), এছেল আহম্মদ (টেবিল ল্যাম্প), ২ নম্বর ওয়ার্ডে – নুরুল আবছার জসিম (টেবিল ল্যাম্প), মো. নাছের (পাঞ্জাবি), ইউসুফ রাজু (উটপাখি) ও আবদুল ছত্তার (ডালিম), ৩ নম্বর ওয়ার্ডে – জসিম উদ্দিন শাহ (উটপাখি), শাহাদাত হোসেন সুমন (টেবিল ল্যাম্প), সিরাজুল ইসলাম (ব্ল্যাকবোর্ড) ও জাহাঙ্গীর আলম (পাঞ্জাবি), ৪ নম্বর ওয়ার্ডে – মো. নজরুল ইসলাম (পাঞ্জাবি) , মো. আইয়ুব (উটপাখি) ও মনছুর উদ্দিন (টেবিল ল্যাম্প), ৫ নম্বর ওয়ার্ডে – মোহাম্মদ সেলিম (ব্রিজ) ও আবুল কাশেম (উটপাখি), ৬ নম্বর ওয়ার্ডে – অলি আহাম্মদ মাস্টার (উটপাখি), তারেকুল ইসলাম (টেবিল ল্যাম্প), আবদুল ছত্তার (পাঞ্জাবি), সুবেল দেব (ব্ল্যাকবোর্ড), আবদুল মান্নান (পানির বোতল) ও লিটন খাঁন (টিউব লাইট), ৭ নম্বর ওয়ার্ডে – তারেকুল ইসলাম চৌধুরী, (পাঞ্জাবি) মিনাজুর রহমান বেলাল (ব্ল্যাকবোর্ড), জরিপ আলী (উটপাখি) ও নুরুল আবছার (ফাইল কেবিনেট), ৮ নম্বর ওয়ার্ডে – এনাম উদ্দিন আইয়ুব (পাঞ্জাবি), মাহবুবুল আলম সিকদার (উটপাখি), মনজুর হোসেন (ব্রীজ), কফিল উদ্দিন সিকদার (ব্ল্যাকবোর্ড), আশিষ বড়ুয়া (টেবিল ল্যাম্প), ৯ নম্বর ওয়ার্ডে – লোকমানুল হক তালুকদার (ব্ল্যাকবোর্ড), মহিউদ্দিন পারভেজ (পাঞ্জাবি), ওমর ফারুক (উটপাখি), জসিম উদ্দিন (ডালিম), জালাল উদ্দিন (পানির বোতল)। অন্যদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে- জেসমিন আক্তার ( টেলিফোন) ও রুবি বেগম (আনারস) , ৪, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে – নূর জাহান বেগম (টেলিফোন), ইয়াছমিন আক্তার (জবা ফুল) ও সামশুন নাহার (আনারস), ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে- ইয়াছমিন আক্তার (টেলিফোন), রুনা আক্তার (আনারস) ও দিলু আক্তার (জবাফুল) প্রতিক বরাদ্দ পেয়েছেন।

রাঙ্গুনিয়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৫১৯ জন এবং নারী ১২ হাজার ২৭২ জন। ১১টি ভোট কেন্দ্রের ৭০টি বুথে এবার ইভিএম এ ভোট গ্রহণ করা হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, “ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে পুলিশ-আনসারের পাশাপাশি বিজিবি’র টহল থাকবে। প্রতিটি কেন্দ্রে দায়িত্বে থাকবেন ম্যাজিস্ট্রেট।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নিজের অপকর্ম ঢাকতে মহানগর ছাত্রদল সভাপতি সাগরের বিরুদ্ধে শামিম ঢালীর মানববন্ধন

রাঙ্গুনিয়ায় সকাল  থেকে দীর্ঘ লাইনে  উৎসবমুখর পরিবেশে  ভোটগ্রহন চলছে

আপডেট সময় : ০৬:২৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১

বিশেষ প্রতিনিধি  :   

আজ রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচন সকাল ৮টা হতে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন চলবো। ভোটগ্রহনের শুরুতে বিভিন্ন কেন্দ্রে ব্যাপক উৎসাহ ও দীর্ঘলাইনে দাড়িয়ে ভোটপ্রদান অনুষ্ঠিত হচ্ছে।
আ.লীগের মেয়র প্রার্থী মো. শাহজাহান সিকদার ও বিএনপি’র প্রার্থী হেলাল উদ্দিন শাহ মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, নির্বাচনে সাধারন কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে -জালাল উদ্দিন (উটপাখি), এছেল আহম্মদ (টেবিল ল্যাম্প), ২ নম্বর ওয়ার্ডে – নুরুল আবছার জসিম (টেবিল ল্যাম্প), মো. নাছের (পাঞ্জাবি), ইউসুফ রাজু (উটপাখি) ও আবদুল ছত্তার (ডালিম), ৩ নম্বর ওয়ার্ডে – জসিম উদ্দিন শাহ (উটপাখি), শাহাদাত হোসেন সুমন (টেবিল ল্যাম্প), সিরাজুল ইসলাম (ব্ল্যাকবোর্ড) ও জাহাঙ্গীর আলম (পাঞ্জাবি), ৪ নম্বর ওয়ার্ডে – মো. নজরুল ইসলাম (পাঞ্জাবি) , মো. আইয়ুব (উটপাখি) ও মনছুর উদ্দিন (টেবিল ল্যাম্প), ৫ নম্বর ওয়ার্ডে – মোহাম্মদ সেলিম (ব্রিজ) ও আবুল কাশেম (উটপাখি), ৬ নম্বর ওয়ার্ডে – অলি আহাম্মদ মাস্টার (উটপাখি), তারেকুল ইসলাম (টেবিল ল্যাম্প), আবদুল ছত্তার (পাঞ্জাবি), সুবেল দেব (ব্ল্যাকবোর্ড), আবদুল মান্নান (পানির বোতল) ও লিটন খাঁন (টিউব লাইট), ৭ নম্বর ওয়ার্ডে – তারেকুল ইসলাম চৌধুরী, (পাঞ্জাবি) মিনাজুর রহমান বেলাল (ব্ল্যাকবোর্ড), জরিপ আলী (উটপাখি) ও নুরুল আবছার (ফাইল কেবিনেট), ৮ নম্বর ওয়ার্ডে – এনাম উদ্দিন আইয়ুব (পাঞ্জাবি), মাহবুবুল আলম সিকদার (উটপাখি), মনজুর হোসেন (ব্রীজ), কফিল উদ্দিন সিকদার (ব্ল্যাকবোর্ড), আশিষ বড়ুয়া (টেবিল ল্যাম্প), ৯ নম্বর ওয়ার্ডে – লোকমানুল হক তালুকদার (ব্ল্যাকবোর্ড), মহিউদ্দিন পারভেজ (পাঞ্জাবি), ওমর ফারুক (উটপাখি), জসিম উদ্দিন (ডালিম), জালাল উদ্দিন (পানির বোতল)। অন্যদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে- জেসমিন আক্তার ( টেলিফোন) ও রুবি বেগম (আনারস) , ৪, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে – নূর জাহান বেগম (টেলিফোন), ইয়াছমিন আক্তার (জবা ফুল) ও সামশুন নাহার (আনারস), ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে- ইয়াছমিন আক্তার (টেলিফোন), রুনা আক্তার (আনারস) ও দিলু আক্তার (জবাফুল) প্রতিক বরাদ্দ পেয়েছেন।

রাঙ্গুনিয়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৫১৯ জন এবং নারী ১২ হাজার ২৭২ জন। ১১টি ভোট কেন্দ্রের ৭০টি বুথে এবার ইভিএম এ ভোট গ্রহণ করা হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, “ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে পুলিশ-আনসারের পাশাপাশি বিজিবি’র টহল থাকবে। প্রতিটি কেন্দ্রে দায়িত্বে থাকবেন ম্যাজিস্ট্রেট।