আড়াইহাজার প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান আমানউল্লাহ আমানের ছােট ভাই রবিউল্লাহ ( ৩০ ) এর মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১ ঘটিকায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামে ।
ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমানউল্লাহ আমানের ছােট ভাই রবিউল্লাহ তাদের পাওয়ারলুম কারখানা পরিদশর্নে যান । পরিদর্শনের এক পর্যায়ে তার একটি হাত মেশিনে স্পর্শ লাগলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে তিনি অপর একটি মেশিনের উপর ছিটকে পরেন ।
পরে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আশরাফুল আমিন তাকে মৃত ঘােষণা করেন । তার অকাল মৃত্যুতে এলাকায় শােকের ছায়া নেমে এসেছে । তার মৃত্যুতে স্থানীয় সাংসদ আলহাজ নজরুল ইসলাম বাবু শােকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।