ফতুল্লা প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) কর্মকর্তা-কর্মচারীরা বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জসিম উদ্দিনের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ।
মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১১ টার দিকে জেলার এলজিইডি ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা।
বাহুবল উপজেলা ইউএনও জসিম উদ্দিন ক্ষমতার অপব্যবহার করে ওই উপজেলার প্রকৌশলী মো. মহিউদ্দিনকে আটক করিয়েছেন। এর প্রতিবাদে ইউএনও জসিমকে প্রত্যাহার ও তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলা নির্বাহী প্রকৌশলী সেলিম সরকার, সিনিয়র সহকারী প্রকৌশলী এবিএম খোরশেদ আহমেদ, সদর উপজেলা প্রকৌশলী আনিসুজ্জামান, বন্দর উপজেলা প্রকৌশলী মো. রাজিউল্লাহ, সোনারগাঁও উপজেলা প্রকৌশলী মো. আলী হায়দার খান, সহকারী প্রকৌশলী মালা বেগমসহ এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।