আড়াইহাজার প্রতিনিধি :-নারায়ণগঞ্জের আড়াইহাজারে আড়াইহাজার পৌরসভা কর্তৃক আয়োজিত পৌরসভার ডিজিটালাইজেশন প্রকল্প এবং কঞ্জারভেন্সী ডেভেলপমেন্ট প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জÑ২ (আড়াইহাজার) আসনের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। মঙ্গলবার সকাল ১০টায় পৌরসভা হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ অনুষ্ঠান উদ্বোধন করেছেন।
আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজালাল মিয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া,এইড বাংলাদেশ এর চেয়ারম্যান আনিসুজ্জমান, নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোজাম্মেল হক জুুয়েল,পৌরসভার সচিব তাসলিমা আক্তার,কাউন্সিলরগণ প্রমুখ। প্রকল্পটি বাস্তবায়ন করবেন আড়াইহাজার পৌরসভা ও এইড বাংলাদেশ।