হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা কাদের খান (৮১) মারা গেছেন। কানাডার একটি হাসপাতালে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
কাদের খানের ছেলে সরফরাজ খান বলেন, বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। ১৭ সপ্তাহ ধরে তিনি হাসপাতালেই ছিলেন। স্ত্রী শশিতাকে নিয়ে সরফরাজ খান কানাডায় আছেন। কাদের খানও দীর্ঘদিন তাঁদের কাছেই ছিলেন। মৃত্যুকালে কাদের খান স্ত্রী হাজরা, তিন ছেলে ও তাঁদের স্ত্রী এবং নাতি-নাতনি রেখে গেছেন।
কাদের খানের দাফনের ব্যাপারে সরফরাজ খান বলেন, ‘মুম্বাই নয়, বাবাকে কানাডার টরন্টোতেই দাফন করা হবে। এখানে আমাদের পুরো পরিবার রয়েছে। আমরা সবাই এখানেই থাকি। তাই বাবার শেষ কাজও এখানেই হবে।’