সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪(সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে আওয়ামীলীগ প্রার্থী এ.কে.এম শামীম ওসমানের বিজয় নিশ্চিত করা লক্ষ্যে আগামী ৮ ডিসেম্বর নাসিক ১ নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক সফল করতে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মজিবুর রহমানের বাসভবনে শনিবার (১ ডিসেম্বর) বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার গণজুয়ার তুলার লক্ষে সকলে ঔক্যবদ্ধ হয়ে মাঠে নামার সিদ্ধান্ত গ্রহন করেন নেতাকর্মীরা
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মজিবুর রহমানের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি হাজী আবদুস ছামাদ বেপারী, নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক, সাবেক কাউন্সিলর আবদুর রহিম, আওয়ামীলীগ নেতা আনোয়ার ইসলাম আবুল হোসেন, আনোয়ার হোসেন আশিক, স্বেচ্ছাসেবকলীগ নেতা জহিরুল ইসলাম, ইলিয়াছ মোল্লা চিশ্তী, যুবলীগ নেতা কবির হোসেন, ফারুকসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের কয়েক শাতাধিক নেতাকর্মী।
সভায় বক্তারা বলেন,আগামী ৮ ডিসেম্বর নাসিক ১ নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করবেন শামীম ওসমান। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী শামীম ওসমানের আগমন ও গণসংযোগ সফল করার জন্য সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়। গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শামীম ওসমানকে বিজয়ী করতে হবে। সেই লক্ষেই সকল নেতাকর্মীদের নিরলস ভাবে কাজ করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন থানা আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান। পরিশেষে তিনি শামীম ওসমানকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।