স্টাফ রিপোর্টার : আড়াইহাজারে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে বাচ্চু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ২২ মে মঙ্গলবার ভোর পৌনে ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নের দেয়াবৈ পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এসময় র্যাব’র কনস্টেবল আক্কাস আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, নিশান কোম্পানীর একটি জিপ গাড়ী ও ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। নিহত বাচ্চু ঢাকার উত্তরখান থানাধীন দনিখান এলাকার আশরাফ আলীর ছেলে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।
র্যাব জানান, র্যাব-১’র এসআই নির্মলের নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার ভোরে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় । এ সময় মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের দিকে গুলি ছুঁড়তে থাকে। র্যাবও পাল্টা গুলি চালায়। দ্বিপীয় গুলিতে মাদক ব্যবসায়ী বাচ্চু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।