আড়াইহাজারে শনিবার মহান বিজয় বিদস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে স্থানীয় শহিদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা পরিষদের পক্ষ থেকে সকাল কুজকাওয়াজ ও শরীরির চর্চ্চার আয়োজন করা হয়। এর আগে প্রথম প্রহরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে।
প্রধান অতিথি হিবাসে উপস্থিত ছিলেন এমপি নজরুল ইসলাম বাবু, উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া খান, উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল হক, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব মোল্লা, মাহমুদ ইউনিয় চেয়ারম্যান আমান উল্যাহ আমান, আড়াইহাজার পৌরসভার মেয়র হাবিবুর রহমান, গোপালদী পৌরসভার মেয়র আবদুল হালিম সিকদার, আড়াইহাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, আড়াইহাজার থানা ছাত্রলীগের সভাপতি মামুন অর রশীদ, সাধারণ সম্পাদক আসলাম পাঠান, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ভিপি শরীফ, সাবেক ভিপি নাঈম মোল্লা, সাবেক ভিপি আমির হোসেন, আড়াইহাজার থানা তরুণ লীগের সভাপতি এইচএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক তাবারক হোসেনসহ উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ।
কুজকাওয়াজ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজসহ আনসার ও পুলিশ সদস্যরা অংশ নেয়। নেতৃত্ব দেন আড়াইহাজার থানা এসআই মাহ্ফুজ রানা।